স্টাফ রিপোর্টার: কুয়েত থেকে সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে দেশে ফিরলেন ১২৬ বাংলাদেশি কর্মী। এই কর্মীরা চলতি মাসের ১২ থেক ১৫ এপ্রিল সাধারণ ক্ষমার আবেদনের সুযোগ দেয় কুয়েত সরকার। এরপর থেকে কুয়েত সরকারের তত্ত্বাবধানে ছিলেন তারা।
সোমবার ( ২৭ এপ্রিল ) বিকালে জারিরা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন ১২৬ প্রবাসী। কুয়েতে সাধারণ ক্ষমায় চার হাজারের মতো বাংলাদেশি প্রথম দফায় আবেদন করে বলে জানা গেছে। ১২ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দেশটিতে বাংলাদেশিদের জন্য আবেদনের সুযোগ রাখা হয়।
কুয়েত এয়ারপোর্টের ইমিগ্রেশনে প্রবাসীরা
বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের দায়িত্বপ্রাপ্ত সহকারি পরিচালক ফখরুল ইসলাম জানান, কুয়েত থেকে ফেরা ১২৬ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এই কর্মীরা ১৪ দিনের বেশি সময় কুয়েতে কোয়ারেন্টিনে ছিলেন। তাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বরতরা তাদেরকে হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছে।
জানাগেছে, মঙ্গলবারও একই সময়ে আরেকটি ফ্লাইটে ফিরবেন বাংলাদেশি কর্মীরা। তবে এ বিষয়ে কুয়েতে বাংলাদেশ দূতাবাস থেকে কোন তথ্য পাওয়া যায়নি। কুয়েতে বাংলাদেশ দূতাবাসে শ্রম কাউন্সেলর নেই গেল প্রায় দেড় বছর ধরে। শ্রম উইংয়ের প্রথম সচিবও নেই ।
সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে কুয়েত সরকারের তত্ত্বাবধানে থাকা চার হাজারের মতো বাংলাদেশি খাদ্য সমস্যায় থাকলেও দূতাবাসের কেউই খোঁজ নেয়নি বলে অভিযোগ করেছেন সেখানে থাকা প্রবাসীরা।