প্রবাস বার্তা ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাব লকডাউন বিশ্বের বিভিন্ন দেশ। এতে করে সেসব দেশে কর্মহীন বেকার হয়ে পড়েছেন বাংলাদেশি কর্মীরা। জর্ডানেও কর্মহীন হাজার হাজার বাংলাদেশি কর্মী। এরই মধ্যে অনেকের খাদ্য সংকট দেখা দিয়েছে। প্রবাসী বাংলাদেশিদের খাদ্য সমস্যা নিরসনে জর্ডানে বাংলাদেশ দূতাবাস ৭ এপ্রিল থেকে তথ্য সংগ্রহ করছে।
সোমবার (১৩ এপ্রিল) জর্ডানে বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, যে সকল বাংলাদেশি কর্মী খাদ্য সঙ্কটের মধ্যে পড়েছেন কিন্তু এখনো দূতাবাসের কাছে তথ্য দেননি বা নিবন্ধন করেননি, ১৪ এপ্রিল পর্যন্ত তারা দূতাবাসে তথ্য দিতে পারবেন।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, খাদ্য বিতরণ কার্যক্রমের বিষয়টি জর্ডান সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করতে হবে। এ কারণ মঙ্গলবার ১৪ এপ্রিলের পর আর কাউকে তালিকাভুক্ত করা সম্ভব হবে না। তাই জর্ডানে বসবাসকারী বাংলাদেশিরা চরম খাদ্য সংকটে থাকলে এবং এই তালিকায় অন্তর্ভুক্ত না হয়ে থাকলে তথ্য দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্ট এর কপি নাম ঠিকানাসহ বিস্তারিত দূতাবাসের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ( +9627 9954 1403 ) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়।
যেসব তথ্য প্রয়োজন হবে: নাম, পাসপোর্ট নাম্বার, বর্তমান ঠিকানা, বর্তমানে যেখানে অবস্থান করছেন, কত সালে জর্ডানে এসেছেন, জর্ডানে আপনার পেশা কি, কতদিন যাবৎ কর্মহীন আছেন এবং মোবাইল নাম্বার।