সনজিত কুমার শীল, আমিরাত: সংযুক্ত আরব আমিরাতে ২০২০ সালের শেষের দিকে ভিসার মেয়াদ শেষ হলেও কোনো জরিমানা দিতে হবে না। করোনাভাইরাসের কারণে দেশে দেশে চলছে নানা সংকট। আমিরাতেও করোনাভাইরাস হানা দিয়েছে। যার ফলে এখানকার ভিসাধারীদের চলতি বছরের মধ্যে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও কোন জরিমানা না করার ঘোষণা আসলো।
রবিবার (৫ এপ্রিল) দেশটির উপ – রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মাহমুদ বিন রশিদ আল মাকতুম মন্ত্রীপরিষদ বৈঠকে এই ঘোষণা দেন। এতে করে চলতি বছরের মধ্যে রেসিডেন্স ভিসার মেয়াদ শেষ হলেও জরিমানা হবে না।
এসময় অনলাইন বৈঠকে দেশটির গুরুত্বপূর্ণ সকল মন্ত্রীরা অংশ নেন। বৈঠকে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের সকল সিদ্ধান্তকে বাস্তবায়ন করার ক্ষেত্রে জনগণের সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়।