সনজিত শীল, আমিরাত: সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশ মিশন ও বাংলাদেশ সমিতির কার্যক্রম জোরদার করা হয়েছে। কোন বাংলাদেশিকে খাওয়ার কষ্টে যেন থাকতে না হয়, সে ব্যপারে বাংলাদেশ দূতাবাস আবুধাবী ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই, বাংলাদেশ সমিতিকে সাথে নিয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
করোনার প্রাদুর্ভাবে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সমিতি আবুধাবি, বাংলাদেশ সমিতির দুবাই, বাংলাদেশ সমিতি সারজা, বাংলাদেশ বাংলাদেশ সমিতি ফুজাইরা ও রাস-আল-খাইমার বিভিন্ন সামাজিক সংগঠনগুলোকে সাথে নিয়ে দূতাবাস ও কনস্যুলেট কাজ করে যাচ্ছে।
কর্মসূচির অংশ হিসেবে লকডাউনে আমিরাতের বিভিন্ন স্টেটে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশ মিশনের তদারকিতে প্রয়োজনীয় খাবার সরবরাহ করছেন সমিতির কর্মকর্তারা। পাশাপাশি স্যানিটাইজার সামগ্রী সাপোর্ট দিয়ে যাচ্ছেন সমিতির পক্ষ থেকে। এই দুর্যোগে প্রবাসী বাংলাদেশিদের পাশে থাকার জন্য বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স মিজানুর রহমান ও দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান ব্যক্তিগতভাবে এবং লেবার উইংসের কর্মকর্তাদের মাধ্যমে অসহায় প্রবাসীদের প্রতিনিয়ত খবরাখবর নিচ্ছেন।
কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার ( ৩ এপ্রিল ) থেকে সমিতির কর্মকর্তারা আমিরাতের বিভিন্ন স্টেটে খাবার সংকটে পড়া প্রবাসীদের খাদ্য দ্রব্যসহ স্যানিটাইজার সামগ্রী সরবরাহ করেন ।
এ ব্যাপারে দুবাই বাংলাদেশ সমিতির সভাপতি অধ্যাপক আবদুস সবুর বলেন, “এই সংকটে প্রবাসীদের লজ্জার কিছু নেই। কোন প্রবাসী কাজকর্মে অভাবে নিঃস্ব হয়ে খাবার-দাবারের কষ্ট পেয়ে থাকলে, তাদেরকে আমরা স্যানিটাইজার সামগ্রী সাপোর্ট ও খাবার দিয়ে সহায়তা করছি এবং করব।”
অধ্যাপক আবদুস সবুর বলেন, “আমরা আশা করি পরস্পর সহযোগিতার মাধ্যমে আমরা এই মহাদুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হব। বিত্তবান প্রবাসী বাংলাদেশিদের এই সংকটময় মুহূর্তে প্রবাসীদের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি।”