আহমাদুল কবির, মালয়েশিয়া: মালয়েশিয়ার জহুরবারুতে প্রবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জহুর বারু তাম্পাই এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করেন মিজান গ্লোবাল রিসোর্স এর স্বত্তাধিকারী মিজান চৌধূরী। প্রায় এক হাজার প্রবাসীকে খাদ্য সামগ্রী দেয়া হয়।
মরণব্যাধি করোনাভাইরাস ঠেকাতে মালয়েশিয়ায় চলাচল ও গতিবিধি নিয়ন্ত্রণ আদেশের আজ ১২ তম দিন অতিবাহিত হল। ১৮ মার্চ থেকে ৩১ মার্চ বেঁধে দেয়া এ আদেশ বাড়িয়ে এ আদেশ চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। প্রাণঘাতি করোনার কারণে সর্বসাধারণের চলাফেরা নিয়ন্ত্রণে আনতে নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। দেশব্যাপী লকডাউন ঘোষণার পর থেকে পুরো দেশটির পথঘাট এখন জনশূন্য। সব জায়গায় সুনসান নীরবতা। চলছে রাস্তা ঘাটে চেকিং। এ অবস্থায় দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিসহ বিদেশিদের অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। পাশাপাশি এখন কাজ না থাকায় বেকার জীবনযাপন করছেন তারা। প্রয়োজন ছাড়া কেউ বাহিরে গেলেই জেল জরিমানার বিধান রাখা হয়েছে।
এমন পরিস্থিতিতে জহুরবারুতে অবস্থানরত প্রবাসীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন প্রবাসী ব্যবসায়ী মিজান চৌধূরী। তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে সোমবার প্রায় একহাজার প্রবাসীকে খাদ্য সামগ্রী প্রদান করেন। মঙ্গলবার আরোও দেড় হাজার প্রবাসীকে খাদ্য সামগ্রী বিতরণ করবেন বলে জানালেন এ প্রবাসী ব্যবসায়ী। পাশাপাশি জহুরবারুতে যদি কোনো প্রবাসী সমস্যায় থাকেন তার ব্যক্তিগত +৬০১৬৭৯৪৯৫২৬ মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলেছেন মিজান চৌধূরী।