আব্দুল হালিম নিহন, সৌদি আরব: প্রাণঘাতি করোনাভাইরাস, যা এখন কেবল চীনের সমস্যা না , সারা বিশ্বের বড় এক সমস্যার নাম। চীন থেকে ছড়িয়ে গিয়ে প্রায় ১৯৯ টি দেশে এই ভাইরাস হানা দিয়েছে । যার মধ্যে রয়েছে বাংলাদেশও ।
প্রত্যেক দেশের সরকার এই ভাইরাস রোধে নিচ্ছে প্রতিনিয়ত নতুন পদক্ষেপ। দেশগুলোতে বসবাসরত নাগরিকদের সুরক্ষায় দিচ্ছে নানা দিক নির্দেশনা ।
সেইসঙ্গে এই ভাইরাস রোধে অনেক দেশে নামিদামি প্রতিষ্ঠান এগিয়ে এলেও বাংলাদেশে এখনো পর্যন্ত তেমন কোন প্রতিষ্ঠানের নাম খুঁজে পাওয়া যাচ্ছেনা ।
প্রতিষ্ঠানের নাম খুঁজে পাওয়া না গেলেও পাওয়া গেছে এই দুঃসময়ে মানবতায় এগিয়ে আসা সৌদি প্রবাসীদের । তেমনি এক সৌদি প্রবাসী আব্দুল মান্নান। তিনি সৌদি আরবের আল কাছিম শহরে রয়েছেন ৩০ বছর ধরে।
করছেন ছোট একটি ব্যবসা। ৩০ বছর ধরে সৌদিতে থাকা এই রেমিটেন্সযোদ্ধা তার কষ্টের উপার্জন দিয়ে ঢাকার ডেমরা , সারুলিয়াতে একটি বাড়ি নির্মাণ করেন ।
যেখানে বর্তমানে রয়েছে ৬ জন ভাড়াটিয়া । বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে এই প্রবাসী চলমান পরিস্থিতে ভাড়াটিয়াদের কষ্ট লাঘবে এপ্রিল মাসের বাড়িভাড়া মওকুফ করে দিয়ছেন।
বর্তমানে তিনি তার দুই সন্তান মুহাম্মদ সাইফুল ইসলাম ও রফিকুল ইসলামকে সাথে নিয়ে আল কাছিম শহরে অবস্থান করছেন। দেশের জন্য , দেশের মানুষের জন্য যখন করণীয়, নিজ সাধ্য মতো করতে প্রস্তুত থাকেন বলে জানান ছোট ছেলে সাইফুল ইসলাম ।
অন্যদিকে আরেক সৌদি প্রবাসী আমির হোসেন তার বনশ্রীর ছয়তলা বাড়ির সকল ভাড়াটিয়ার এপ্রিল মাসের বাড়িভাড়া মওকুফ করেছিলেন। তাদের এই মানবিকতা এটাই প্রমাণ করে, প্রবাসীরা কেবল নিজ পরিবারের জন্য প্রবাসে পড়ে থাকছেন না , প্রবাসী সাবলম্বী হলে দেশ ও দশের উপকারেও আসেন ।