আহমাদুল কবির, মালয়েশিয়া: মালয়েশিয়ায় ‘মুভমেন্ট কন্ট্রোল অর্ডার’ সময় বৃদ্ধি করা হয়েছে। গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া লকডাউন (মুভমেন্ট কন্ট্রোল অডার) বৃদ্ধি করে আগামী ১৪ ই এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। বুধবার জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী তান সেরি মহিউদ্দিন ইয়াসিন এই ঘোষণা দেন।
এসময় তিনি বলেন, জাতীয় সুরক্ষা কাউন্সিল এবং স্বাস্থ্য মন্ত্রনালয়ের দেওয়া একটি ব্রিফিং এ দেখা গেছে যে , কোভিড -১৯ আক্রান্তের সংখ্যা বেড়েছে। যার কারণে লকডাউন বাড়িয়ে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৯৬ জনে। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ১৮৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৬ জন। ভাইরাসে এ পর্যন্ত কোন বাংলাদিশি নাগরিক আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।