স্টাফ রিপোর্টার: সৌদি আরব থেকে ফেরা ৪০৬ জন দেশে ফিরেছেন। তাদের মধ্যে ২ জনের শরীরে জ্বর থাকায় হাসপাতালে পাঠানো হয়।
বৃহস্পতিবার ( ১৯ মার্চ ) সন্ধ্যা পৌনে সাতটায় তাদের বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই যাত্রীদের পরীক্ষা করে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। আর দুজনের শরীরে উচ্চ মাত্রায় জ্বর পাওয়ায় তাদেরকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফিরে আসা যাত্রীদের অধিকাংশই সৌদি আরবে ওমরাহ করতে গিয়েছিলেন।