স্টাফ রিপোর্টার: বিদেশ ফেরতরা কোয়ারেন্টাইন না মানলে এবার জেল দেয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, অনেকেই কোয়ারেন্টাইন পদ্ধতি মানতে চান না। তাদের বিষয়ে কঠোর অবস্থানে সরকার।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে ঢাকা শিশু হাসপাতালে টাইপ-ওয়ান ডায়াবেটিস সেবা কর্ণার উদ্বোধকালে একথা বলেন স্বস্থ্যমন্ত্রী। তিনি বলেন, বিদেশ ফেরতদের ২৪ ঘন্টাই নজরদারিতে রাখা হচ্ছে। এরই মধ্যে হোম কোয়ারেন্টাইন না মানায় জরিমান করা হচ্ছে। এরপরও যদি এই পদ্ধতি না মানা হয়, তাহলে জেল দেয়া হবে বলে জানান জাহিদ মালেক।
দেশে করোনাভাইরাস প্রতিরোধে বিদেশ ফেরত সকলকে ১৪ দিন বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে হোম কোয়ারেন্টাইন না মানায় স্বাস্থ্যমন্ত্রীর নিজ জেলা মানিকগঞ্জের সাটুরিয়ায় দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। তাদের একজন ইরাক ফেরত, অন্যজন সৌদি আরব ফেরত প্রবাসী। যারা হোম কোয়ারেন্টাইন না মেনে বাইরে চলাফেরা করছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমান আদালত তাদের জরিমান করে।