স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজাবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ -বায়রা। সংগঠনের সভাপতি ও সংসদ সদস্য বেনজীর আহমদ সভাপতিত্ব করেন।
বেনজির আহমদ বলেন, বঙ্গবন্ধু এই জাতির পথপ্রদর্শক। এই দেশের স্থপতি বঙ্গবন্ধু, তাঁর আদর্শেই দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলে কাজ করার আহবান জানান তিনি।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বায়রার আলোচনা সভা
মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান বলেন, মুজিবশতবার্ষিকীতে দক্ষকর্মী পাঠানো, কম খরচে কর্মী পাঠানো, প্রতিটি রিক্রটিং এজেন্সি একজন করে কর্মী বিনা খরচে পাঠাতে চায় বায়রা।
বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি শাহাদাত হোসেনসহ নেতৃবৃন্দ। আলোচনা শেষে বিশেষ দোয়া করা হয়। সবশেষ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।