কবির আল মাহমুদ, স্পেন: মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মাদ্রিদে বিক্রমপুর- মুন্সীগঞ্জ সমিতি স্পেন’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৫২-র ভাষা আন্দোলনে অমর শহীদদের রুহের মাগফিরাত কামনায় স্পেনের রাজধানী মাদ্রিদের একটি রেস্টুরেন্টে সংগঠনের সিনিয়র সহসভাপতি আল আমিন ছামিরুদ্দীনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর ঢাকা এসোসি়েশন ইন স্পেনের সভাপতি এম এইচ সোহেল ভুঁইয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বৃহত্তর ঢাকা এসোসি়েশন ইন স্পেনের সাংগঠনিক সম্পাদক রুবেল সামাদ, প্রচার সম্পাদক আমির হোসেন, ঢাকা জেলা এসোসি়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এস এম মাসুদুর রহমান এবং ভালিয়েন্তে বাংলার সভাপতি মোঃ ফজলে ইলাহী প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক পিয়ার হোসেন সৌরভ, সংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসাইন,সহ-সভাপতি শাহ আলম, আন্তর্জাতক বিষয়ক সম্পাদক বকুল খান,অর্থ সম্পাদক মাকসুদ সরদার।
সভায় বিক্রমপুর- মুন্সীগঞ্জ সমিতি, মাদ্রিদ-স্পেন এর বর্তমান সভাপতি মোমিনুল ইসলাম স্বাধীন অবকাশকালীন ছুটিতে যুক্তরাজ্য চলে যাওয়ায় কমিউনিটির সেবা তথা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং গতিশীল রাখার জন্য সংগঠনের সিনিয়র সহসভাপতি আল আমিন ছামিরুদ্দীনকে বিক্রমপুর- মুন্সীগঞ্জ সমিতি, মাদ্রিদ- স্পেনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়। বর্তমান সভাপতি মোমিনুল ইসলাম স্বাধীন স্পেনে ফিরে না আসা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, আল আমিন ছামিরুদ্দীন বাংলাদেশ আসোসিয়েশন স্পেনের সিনিয়র সদস্য-সহ বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ পদে তিনি সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। পরে দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে এবং শহীদদের জন্যে দোয়ার মাধ্যমে করেন সভার সমাপ্তি হয়। দোয়া পরিচালনা করেন অর্থ সম্পাদক মাকসুদ সরদার।