প্রবাস বার্তা ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে ৩৯ বছর বয়সী এক বাংলাদেশি প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
এ বিষয়ে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, শুক্রবার একজন বাংলাদেশি ছাড়াও ফিলিপাইনের এক নাগরিক একই রোগে আক্রান্ত হয়েছেন। তবে দুজনের অবস্থা স্থিতিশীল। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এর আগে সিঙ্গাপুরে পাঁচ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর নতুন করে আরব আমিরাতে এক বাংলাদেশির করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল।
এদিকে ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনার পর ১০টি শহর বন্ধ ঘোষণা করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে জনসমাগমস্থলে যাওয়া। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে ১৭-তে পৌঁছেছে।
করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯-এ এখন পর্যন্ত ৭৭ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। গেল ডিসেম্বরে এ রোগের প্রাদুর্ভাবের পর থেকে এ পর্যন্ত ২ হাজার ৩৬০ জন মারা গেছেন। আর এই করোনাভাইরাসে সবচেয়ে বেশি মারা গেছেন এর উৎপত্তিস্থল চীনে। এর বাইরে ১ হাজার ১৫০ রোগী অন্য দেশগুলোয় শনাক্ত হয়েছেন, যার মধ্যে মারা গেছেন আটজন।