প্রবাস বার্তা, সিঙ্গাপুর: প্রাণঘাতি করোনা ভাইরাসে চীন যখন প্রায় কোনঠাসা ঠিক তখন এই ভাইরাসের প্রকোপে সিঙ্গাপুরে চরম আতঙ্কে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
সম্প্রতি দেশটিতে কয়েকজন বাংলাদেশি এই ভাইরাসে আক্রান্ত হওয়ায় সাধারণ প্রবাসীরাও আগের মতো অবাধে চলাফেরা করতে পারছেন না। প্রতিদিন কর্মক্ষেত্রে তাদের দু’দফা স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
এদিকে দেশটিতে বসবাস করা প্রবাসী বাংলাদেশিরা সমালোচনা করে বলছেন, সিঙ্গাপুর সরকার এই ভাইরাস সম্পর্কে সচেতন থাকলেও বাংলাদেশ হাইকমিশন উদাসীন। তবে বাংলাদেশিদের মধ্যে করোনা ভাইরাস যেন ব্যাপক আকারে ছড়িয়ে না পড়ে সেজন্যে সচেতন রয়েছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা।
তারা বলেন, নিজ উদ্যোগেই জনসমাগম এড়িয়ে চলছেন। প্রতিদিন দু’বার আমাদের চেক করা হয়। সিঙ্গাপুর থেকে দেশে চলে যাওয়া কোনো সঠিক সিদ্ধান্ত না। এটা ভুল ধারণা।
তারা বলেন, হাইকমিশনের উচিত তথ্য দিয়ে আমাদের সজাগ রাখা। প্রবাসীদের উদ্বেগ নিরসনে বাংলাদেশ হাইকমিশন যেন সচেতনতামূলক কার্যক্রম হাতে নেয় সে আহবানও জানান প্রবাসী বাংলাদেশিরা।
আক্রান্ত বাংলাদেশিদের কেউ সম্প্রতি চীন সফর করেননি। তারা কর্মক্ষেত্রে বা যাতায়াতের সময় ভাইরাসে আক্রান্ত হন। বর্তমানে তাদের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।