প্রবাস বার্তা: যুক্তরাজ্যে হামলার ষড়যন্ত্রের অভিযোগে মোহিসুন্নাহ চৌধুরী (২৮) ও স্নেহা চৌধুরী নামে ব্রিটিশ বাংলাদেশি দুই ভাই-বোনকে অভিযুক্ত করেছেন লন্ডনের একটি আদালত।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দীর্ঘ সাড়ে ছয় মাস তদন্তের পর তাদের সন্ত্রাসবাদের মামলায় অভিযুক্ত করেন উলউইচ ক্রাউন আদালত। আগামী ১৩ মার্চ মোহিসুন্নাহ ও তার বোনের সন্ত্রাসবাদী মামলার রায় ঘোষণা করবেন উলউইচ ক্রাউন আদালত।
হামলার পরিকল্পনার জন্য মোহিসুন্নাহ চৌধুরী এবং পরিকল্পনার তথ্য গোপনের অভিযোগে তার বোন স্নেহা চৌধুরীকে অভিযুক্ত করা হয়।
লন্ডনের উলউইচ ক্রাউন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বাংলাদেশি বংশোদ্ভূত উবার চালক মোহিসুন্নাহ চৌধুরী সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনার কথা স্বীকার করেছেন। এর কয়েক বছর আগে লন্ডনের বাকিংহাম প্যালেসের কাছে অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গ্রেফতার হয়েছিলেন তিনি।
২৮ বছর বয়সী মোহিসুন্নাহ তার বোনকে জানিয়েছিলেন, তিনি আরেকটি হামলা চালাতে যাচ্ছেন। একইসঙ্গে ছুরি হামলার অনুশীলনে তাকে সহায়তার অনুরোধ করেন। কিন্তু এই তথ্য পুলিশকে জানাননি স্নেহা চৌধুরী।
মেট্রোপলিট্রন পুলিশের সন্ত্রাসবিরোধী বিভাগের কমান্ডার রিচার্ড স্মিথ বলেন, মোহিসুন্নাহ নিরাপরাধ মানুষদের হত্যার পরিকল্পনা করেছিল। তবে হামলার আগেই তার পরিকল্পনার যথেষ্ট প্রমাণ সংগ্রহ করে আমরা তাকে গ্রেফতার করি।
তিনি আরও বলেছেন, মোহিসুন্নাহ মাদাম তুসোর জাদুঘর, গে প্রাইড প্যারেড ও লন্ডনের পর্যটনবাহী বাসে হামলার পরিকল্পনা করেছিলেন। আগ্নেয়াস্ত্র, ছুরি ও এমনকি ভ্যান ব্যবহার করে অমুসলিমদের মৃত্যু ও ভোগান্তি সৃষ্টিই তার উদ্দেশ্য ছিল।