স্টাফ রিপোর্টার: চীন থেকে ফেরত আসা তৌফিক হোসেন নামে আরও এক শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এই শিক্ষার্থীকে মেডকেলে ভর্তি করা হয়। বর্তমানে তাঁকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তাঁর গ্রামের বাড়ি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায়। ১২ সদস্য নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও মেডিসিন বিভাগীয় প্রধান দেবেন্দ্র নাথ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে চীন ফেরত অন্য আরেক শিক্ষার্থীর মুখের লালা, রক্ত ও ঘাম থাকায় রোগতত্ত্ব ও রোগ নির্ণয় ইনস্টিটিউটে পরীক্ষা করা হয়েছে। তাঁর শরীরে করোনাভাইরাসের কোনো আলামত পাওয়া যায়নি। বুধবার দুপুরে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে নীলফামারীর ডোমারের মির্জাগঞ্জের তাশদীদ হোসেন ও লালমনিরহাটের কালীগঞ্জের চলবলা মদনপুরের আল আমিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে আল আমিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আর তাশদীদ হোসেনের শরীরে করোনাভাইরাসের লক্ষণ পাইনি আইইডিসিআর।