প্রবাস বার্তা, বাহারাইন: বাহরাইনে নিজস্ব কোম্পানি “কেএ নিউ ওরিসা কন্ট্রাক্টিং” এর উদ্বোধন করেন এক বাংলাদেশি।
বাহরাইনের রাজধানী মানামায় গোল্ড সিটি সংলগ্ন একটি ভবনে বাংলাদেশ মালিকানাধিন এই কোম্পানির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) কে এম মমিনুর রহমান।
রাষ্ট্রদূত বলেন, কেএনিউ ওরিসা কন্ট্রাক্টিং কোম্পানি বিশেষ করে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের যোগ্যতানুযায়ী যথাযথভাবে মূল্যায়ন করবে এ প্রত্যাশা করি। পাশাপাশি দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখবে।
এসময় আরও উপস্থিত ছিলেন- কামাল আহমেদ ও আলাউদ্দিন আহমেদ। বাহরাইনে বসবাসকারী বাংলাদেশের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সংগঠনের নেতাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।