প্রবাস বার্তা, পর্তুগাল: প্রথমবারের মতো পর্তুগালের মূলধারার রাজনীতিতে ক্ষমতাসীন স্যোসালিস্ট পার্টির (চঝ) বাণিজ্যিক ও বন্দর নগরী পোর্তোর নগর কমিটির কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি শাহ আলম কাজল।
পর্তুগালের ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো প্রবাসী বাংলাদেশি স্থানীয় রাজনৈতিক দলে এমন একটি গুরুত্বপূর্ণ ইউনিটের নীতিনির্ধারণী ফোরামে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
শাহ আলম দীর্ঘ দিন ধরে বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সুনামের সাথে সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন সেই সাথে বর্তমানে তিনি পোর্তোর বমফিম জোন্তার সোসালিষ্ট পার্টির ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
জানা যায়, শাহ আলম কাজল বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়ন এর সন্তান। জীবিকার তাগিদে তিনি ১৯৯২ সালে পর্তুগালে আসেন। নিজের মেধায় আজ পর্তুগালে তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও পর্তুগালের মূল ধারার এক জন সফল রাজনীতিবিদ।
পর্তুগালের অভিবাসন বান্ধব পর্তুগিজ সোসালিস্ট পার্টির রাজনীতিতে শাহ আলম কাজলের এই যাত্রা সুদূরপ্রসারী হবে, সেই সাথে পর্তুগালে প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশ কমিউনিটির জন্য আশীর্বাদ বয়ে আনবে বলে মনে করছেন পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।