প্রবাস বার্তা, সিলেট: তরুণদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, প্রবাসে এর মূল্যায়ন অনেক বেশি।
সিলেটের জকিগঞ্জ উপজেলার সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন ক্যাম্পাসে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের ৩৬তম বৃত্তি দেয়ার সময় তিনি এ মন্তব্য করেন। এসময় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৬৬১ শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দক্ষ হয়ে বিদেশে গেলে অর্থ-সম্মান দুটোই পাওয়া যায়। আমাদের দায়িত্ব হলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করা। তাদের সঠিক পথ দেখানো।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পুরস্কার পাওয়া একটা গৌরবের বিষয়। যিনি পুরস্কার পান এটি শুধু তার নয়, সবার প্রাপ্তি। এতে শিক্ষার্থীদের উৎসাহ আরো বাড়ে।
সিলেট-৫ আসনের এমপি হাফিজ আহমদ মজুমদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. নাসরিন আহমদ, হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের একাডেমিক চেয়ারম্যান ড. কবির এইচ চৌধুরী, স্কলার্স হোমের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অবসর) জুবায়ের সিদ্দিকী, ইউএনও বিজন কুমার সিংহ প্রমুখ।