প্রবাস বার্তা, কাতার: কাতারে প্রবাসীদের জন্য পাসপোর্ট সেবা কার্যক্রমকে সহজ করতে এবং সেবার পরিধি বৃদ্ধির লক্ষ্যে ছুটির দিনেও পাসপোর্ট সেবা প্রদান করবে বাংলাদেশ দূতাবাস, কাতার।
রবিবার (২৬ জানুয়ারি) কাতারের রাজধানী দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি মাসের প্রথম শনিবার ছুটির দিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ দূতাবাসে শুধুমাত্র পাসপোর্ট সংক্রান্ত (আবেদন গ্রহণ এবং ডেলিভারী) সেবা প্রদান করা হবে।
এরইপ্রেক্ষিতে ১ ফেব্রুয়ারী শনিবার নির্ধারিত সময়ে আগ্রহী সেবা প্রার্থীদের সেবা গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।