প্রবাস বার্তা ডেস্ক: দুবাই প্রবাসীর ডেবিট কার্ডের মাধ্যমে বিভিন্ন এটিএম বুথ থেকে ১৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক নারী। বিপুল পরিমান টাকা গায়েবের এই ঘটনায় সন্দেহভাজন ওই নারীকে খুঁজছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সন্দেহভাজন এই নারীর ছবি প্রকাশ করেছে ডিবি’র সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। এক্ষেত্রে ওই নারীর কোনো পরিচয় বা তথ্য পাওয়া গেলে ডিবির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
ডিবি’র সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ বলছে, দুবাই প্রবাসী সাইফুল ইসলামের সাউথ ইস্ট ব্যাংক লিঃ শারুলিয়া, ডেমরা শাখার একাউন্ট হতে গত বছরের ৭ জুলাই থেকে ১৮ আগস্ট তারিখের মধ্যে ওই ব্যাংকের বিভিন্ন বুথ থেকে কে বা কারা ১৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
পরবর্তী সময়ে সাইফুল ইসলাম দুবাই হতে দেশে আসার পর একাউন্টে টাকা না পাওয়ায় গত বছরের ৬ নভেম্বর রমনা থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)৷
এদিকে মামলাটির তদন্তকালে ওই ব্যাংকের মাধ্যমে বিভিন্ন বুথের সিসিটিভির ভিডিও ফুটেজ সংগ্রহ করেন তদন্তকারী কর্মকর্তা। এসময় সংগ্রহকৃত ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, একজন নারী ডেবিট কার্ডের মাধ্যমে ওই অ্যাকাউন্টে গচ্ছিত টাকা বিভিন্ন বুথ থেকে উত্তোলন করছেন।
এবিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ বিষয়টি তদন্ত করছে।
অন্যদিকে সন্দেহভাজন নারীর কোনো পরিচয় কিংবা তথ্য পাওয়া গেলে ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আশরাফউল্লাহের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।