Print Friendly, PDF & Email

 

প্রবাস বার্তা, কুয়েত: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কুয়েত জাতীয়তাবাদী দল বিএনপির আহ্ববায়ক কমিটিকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটি।

সোমবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সই করা ৪৭ সদস্য বিশিষ্ট কুয়েতের আহ্ববায়ক কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত ৪৭ সদস্য বিশিষ্ট এ কমিটিতে মাষ্টার নুরুল ইসলামকে আহ্ববায়ক ও শওকত আলীকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী আদর্শের অনেক ত্যাগী সংগঠককে স্থান দেওয়া হয়েছে বলে জানান নেতা কর্মীরা।

এদিকে সদ্য ঘোষণা করা এ কমিটির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানিয়েছে কমিটির সদস্য সচিব শওকত আলী। এসময় তিনি স্থানীয় সকল নেতাকর্মীর সহযোগিতা ও সাংগঠনিক পরামর্শ কামনা করেছেন।

bdnewspaper24