Print Friendly, PDF & Email

 

প্রবাস বার্তা ডেস্ক: নিউজিল্যান্ডে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। হোয়াইট আইল্যান্ডে অগ্ন্যুৎপাতের ঘটনায় আরেকজনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা বাড়লো।

সোমবার (১৩ জানুয়ারি) নিউজিল্যান্ড পুলিশ এ তথ্য জানিয়েছে। অগ্ন্যুৎপাতের এ ঘটনায় মৃতদের মধ্যে দুজনের লাশ এখনো উদ্ধার করা হয়নি। খবর এএফপি

স্থানীয় ডেপুটি কমিশনার জন টিমস জানা, গেল রাতে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে পুলিশ আরেক ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। হোয়াইট আইল্যান্ডের অগ্ন্যুৎপাতে সে মারাত্মকভাবে দগ্ধ হয়েছিল। এ ঘটনায় অস্ট্রেলিয়ার হাসপাতালে মৃত্যুর ক্ষেত্রে এ ব্যক্তি হচ্ছে দ্বিতীয়। তার নাম প্রকাশ করা হয়নি।

গেল ৯ ডিসেম্বর সেখানে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হওয়ার সময় ৪৭ ব্যক্তি দ্বীপটি সফর করছিলেন। এদের অধিকাংশ অস্ট্রেলিয়ার নাগরিক ছিল।

bdnewspaper24