স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সদর এলাকার কাউননাড়া এলাকায় সৌদি প্রবাসী মজনু মিয়ার পরিবারের ২ সদস্যকে খুন করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন মজনু মিয়ার স্ত্রী পারভিন আক্তার ও তার ছেলে নূর মোহাম্মাদ।
বৃহস্পতিবার (৯ই জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে কোনো এক সময় পারভিন ও নূর মোহাম্মদকে হত্যা করা হয়েছে। সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়।
এসময় তিনি আরো বলেন, কে বা কারা কি উদ্দেশ্যে এই হত্যাকান্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি, তবে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে জানা যাবে কারা এই হত্যকান্ডের সাথে জড়িত ছিল।