কবির আল মাহমুদ, স্পেন: বাংলাদেশ দূতাবাস স্পেনের প্রথম (শ্রম) সচিব এম শরিফুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে স্পেনে বাংলাদেশিদের একমাত্র ঐক্যের সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১০টায় স্পেনের রাজধানী মাদ্রিদের একটি অভিজাত রেস্টুরেন্টে এই সংবর্ধনা দেওয়া হয়।
বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর এর পরিচালনায় এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সহ-সভাপতি সিনিয়র আওয়ামীলীগ নেতা জাকির হোসেন, আওয়ামীলীগ নেতা সায়েম সরকার, এডভোকেট তারেক হোসাইন এবং অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক সাংবাদিক কবির আল মাহমুদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, এম শরিফুল ইসলাম সুদীর্ঘ ৫ বছর স্পেন দূতাবাসে সততা, মেধা ও দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করেন এবং স্পেনে বাংলাদেশি শ্রম বাজার বিস্তারে কার্যকারী ভূমিকাসহ সকল প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা পালন করেন।
নেতৃবৃন্দ, বিদায়ী প্রথম (শ্রম) সচিব এম শরিফুল ইসলামের ভবিষ্যত কর্মময় জীবনের সাফল্য কামনা করেন।
প্রথম (শ্রম) সচিব এম শরিফুল ইসলাম তার বিদায়ী বক্তব্যে স্পেন প্রবাসী সকল বাংলাদেশিদের সহযোগিতার কথা স্মরণ করেন। তাদের সকলের মঙ্গল কামনা করেন এবং প্রবাসী সকল বাংলাদেশিদের মিলেমিশে প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহবান জানান।
সবশেষে সচিবের হাতে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দরসহ কমিউনিটি নেতৃবৃন্দ।