সন্জিত কুমার শীল, আরব আমিরাত: সংযুক্ত আরব আমিরাতের শিল্পনগরী মুসাফফার ৬ নম্বর সানায়াইতে নতুন বছরকে স্বাগত জানিয়ে
গতকাল সন্ধ্যা ৭টায় পুরাতনকে পিছনে ফেলে নতুনকে স্বাগত জানিয়ে যাত্রা শুরু করল মদিনা যায়েদ হোটেল এন্ড রেস্তোরাঁ এবং মদিনা যায়েদ ফুড স্টাফ নামে বাংলাদেশি প্রতিষ্ঠান।
আবুধাবি বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিল আবদুল আলীম ফিতা কেটে মদিনা জায়েদ হোটেল এবং ফুডস্টাফ উদ্বোধন করেন। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় স্পনসর হাসান আবদুল্লাহ খালাফ হামাদীসহ যৌথ মালিকানাধীন হোটেল এবং ফুড স্টাফের হাজী শাহাবুদ্দিন চৌধুরী, হাজী মোহাম্মদ নাছির উদ্দিন, আবদুর রহিম, মোঃইউসুফ, অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজী মাহাবুবু আলম নুর, শাহাদাৎ আকবরসহ আমিরাতের বিভিন্ন স্থান থেকে আগত ব্যবসায়ী, রাজনীতি, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। এসময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী সরোয়ার আলম ভুট্টো, মো: মোরশেদ আলম, সোহেল রানা, শাজাহান সিরাজ ছোটন, মো: ইউসুফ, আজম উদ্দিন তালুকদার, মো: রিপনসহ আরো অনেকে।
এসময় শ্রম কাউন্সিলর বলেন, প্রবাসে বাংলাদেশিদের অনেক কর্মী প্রয়োজন। বর্তমান সরকার এ ব্যাপারে এ দেশের সাথে যোগাযোগ রাখছেন। আরব আমিরাতের সরকারও বাংলাদেশিদের বন্ধ থাকা ভিসা খোলার ব্যাপারে আমাদের সরকারের সাথে বেশ কয়েকবার বৈঠক করেছেন। আশা করি বন্ধ থাকা ভিসা অতি শিগগিরই খুলে যাবে।
শ্রম কাউন্সিলর আরো বলেন, এদেশের আইন মেনে চলা এবং উন্নত মানের খাবার তৈরি এবং পরিবেশনসহ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পরিশেষে বিভিন্ন জায়গা থেকে আগত প্রবাসীদের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। পরে হাজী মোহাম্মদ আলমের দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।