প্রবাস বার্তা, দক্ষিণ আফ্রিকা: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আত্মহত্যা করেছে আরো এক বাংলাদেশি।আত্মহত্যাকারী ব্যক্তির নাম সুবাস চন্দ্র।
শক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে টয়লেটের সঙ্গে রশি লাগিয়ে আত্মহত্যা করেছেন তিনি। আত্মহত্যা করা সুবাস চন্দ্রের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে।
পরে স্থানীয় বাংলাদেশিরা পুলিশের সহযোগিতায় সুবাস চন্দ্রের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি।
এর আগে গেল সোমবার (২৩ ডিসেম্বর) রাতে পর্তুগালের রাজধানী লিসবনে ঢাকা জেলা সাভার থানার বনগ্রাম ইউনিয়নের রনি দাস নামে আরো এক প্রবাসী বাংলাদেশি যুবক আত্মহত্যা করেন। পরে নিজ কর্মস্থল আলমেদা ফোরামের পার্শ্ববর্তী একটি পার্কের গাছ থেকে রনির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।