ওয়ালীউল হাসানাত: সৌদি আরব থেকে এবার দেশে ফেরার আকুতি জানিয়ে নতুন করে ভিডিও বার্তা দিয়েছেন ৩৫ জন প্রবাসী নারী গৃহকর্মী।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সৌদি আরব থেকে ৩৫ জন নারী তাদের অসহায়ত্বের কথা জানান দিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ করেছেন যেন তাদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়।
এসময় ভিডিওটিতে তাদের মধ্য হতে একজন বলেন, ‘আমরা নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসি। এবং স্থানীয় পুলিশের কাছে নিজেদেরকে ধরা দেই। আমরা এখানে কয়েক মাস যাবত খুব কষ্টে আছি।’
এসময় ভিডিওটিতে তাদের সবাইকে কান্না করতে দেখা যায়।
এর আগে ভিডিও প্রকাশ করে দেশে ফিরেছেন পঞ্চগড়ের সুমি আক্তার। একইভাবে ভিডিও প্রকাশ করে আরেক নারী হোসনা আক্তারও বুধবার রাতে দেশে ফিরছেন।
এবিষয়ে ব্রাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরীফুল হাসান জানান, ‘পরপর দুজনের উদ্ধারের ঘটনা দেখে হয়তোবা ভিডিও প্রকাশ করেছেন এই ৩৫ জন নারী গৃহকর্মী।’
শরীফুল হাসান বলেন, ‘আমরা এই নারীকর্মীদের স্যালুট জানাই। রাষ্ট্র কিংবা নিয়োগকর্তা কেউ তাদের শেখায়নি। তারা নিজেরাই এই কৌশল বেছে নিয়েছেন।’
এসময় শরিফুল হাসান আরও বলেন, ‘আমি দশ বছর ধরে বলছি আমাদের মেয়েদের শুধু একটা মোবাইল ব্যবহারের অনুমতি দেয়া হোক। তারা যাতে বিপদে পড়লে জানাতে পারে। দেখবেন তখন সব সত্য বেরিয়ে আসবে। কিন্তু আফসোসের বিষয় সৌদিরা আমাদের মেয়েদের মোবাইল ব্যবহার করতে দেয় না।’
তিনি বলেন, ‘সুমি, হোসনারা বহু কষ্ট করে লুকিয়ে যোগাযোগ করেন। আমার ভয় হচ্ছে এগুলো ভিডিও প্রকাশ করার পর সৌদিরা হয়তো আরো কঠোর হবে। আমি বলব আমাদের এখন রাষ্ট্রীয়ভাবে দাবি তোলা উচিত যাতে আমাদের মেয়েরা মোবাইল ব্যবহার করতে পারে।’
সিলেটে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ।
এদিকে, এই ৩৫ জন নারী গৃহকর্মীকে উদ্ধারের কাজ চলছে বলে, জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে সিলেট সার্কিট হাউজে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনার পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রী। তিনি বলেন, নারীদের ভিডিও বার্তার বিষয়টি জানার পর সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। এরইমধ্যে তাদের উদ্ধারেে কাজ শুরু হয়েছে।