সঞ্জিত কুমার শীল, আরব আমিরাত: সংযুক্ত আরব আমিরাতের গ্রীন সিটি আল আইনে শ্যামল বাংলা প্রবাসী সমবায় সমিতির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা:) ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর) ৮নং সানাইয়া আল তৌফিক ষ্ট্রীল ওয়ার্কশপে সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: আনোয়ার হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি মো: আলমগীর হোসেনের সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল সাত্তার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ রুহুল আমিন বেপারী, মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক সঞ্জিত কুমার শীল, মোঃ শাহজাহান, বাবুল হাকিম, জনতা ব্যাংক আল আইন শাখার ম্যানেজার জনাব মোঃ আবু হানিফসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ ও অতিথিরা।
শেষে বিশ্ব উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়, পরে আগত অতিথিদের মাঝে খাবার বিতরণ করা হয়।