প্রবাস বার্তা, নিউইয়র্ক: নিউইয়র্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জম্মদিন উপলক্ষে দোয়া-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইট্স পাবলিক সেন্টারে নিউইয়র্ক মহানগর বিএনপির উদ্যোগে সংগঠনের সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার সভাপতিত্বে এ দোয়া-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক আশরাফ হোসেন ও সহ-সভাপতি রেজবুল কবীর। আলোচনা সভায় তারেক রহমানের সুস্বাস্থ্য ও খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত হয়।
এদিকে, তারেক রহমানের জম্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্রস্থ তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটি’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আকতার হোসেন বাদল এক বিবৃতিতে বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্ত এবং তারেক রহমানকে বাংলাদেশে ফিরানোর পরই কোটি জনতার সমাবেশ ঘটিয়ে জম্মদিনের মহাসমাবেশ করা হবে।
এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা শরাফত হোসেন বাবু, কাজী আজম ও জসীম ভূইয়া, মীর মশিউর রহমান, রফিকুল ইসলাম চৌধুরী, আলী ইমাম, যুবদলের কেন্দীয় নেতা এম এ বাতিন, বিএনপি নেতা মোশারফ হোসেন সবুজ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, শাহাদত হোসেন রাজু, আনিসুর রহমান, তোফায়েল আহমেদ, শামিম আহমেদ, আবু জাফর ফরাজি, কামাল হোসেন, জিয়াউল হাসান, এনামুল কবির অপু, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, অহিদুজ্জামান রিয়াদ প্রমুখ।