সঞ্জিত কুমার শীল, আরব আমিরাত: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে টি-টেন ক্রিকেট টুর্ণামেন্টে অংশ নেয়া বাংলার টাইগার্সের সাথে প্রবাসীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) রাতে আবুধাবির শিল্পনগরী মুসাফফা সানাইয়া পাঁচ নাম্বারে মোহাম্মদ জাবেদ হোসেন এমদাদের গ্যারেজে প্রবাসীদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলা টাইগার্সের আমিরাত কো-অর্ডিনেটর লায়ন নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও হাবিবুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা টাইগার্সের স্বত্বাধিকারী ও এফএমসি গ্রুপের চেয়ারম্যান ইয়াসিন চৌধুরী।
এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মো: জাবেদ হোসেন এমদাদ, মোহাম্মদ আলম, সাংবাদিক সঞ্জীত কুমার শীল, আকতার হোসাইন রাজু,মোহাম্মদ ফারুক রেজা, ইউনুস শিকদার, রেজাউল করিম, আব্দুল হক, রেজাউল করিম, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ জামশেদ, নূর হোসেন, ইমাম হোসেন সহ আরো অনেকে।এতে আরো উপস্থিত ছিলেন বাংলা টাইগার্সের সহকারী কোচ ইয়াসিন আরাফাত, খেলোয়ার আবুল হাসেম রাজা, বাংলা টাইগার্সের কো-অর্ডিনেটর সোহেল আহমদ।
প্রসঙ্গত বাংলা টাইগার্স এর প্রথম ম্যাচ ১৬ নভেম্বর (শনিবার) বিকাল ৪টা ৩০ মিনিটে আবুধাবী শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলার টাইগার্সের প্রতিটি খেলায় মাঠে থাকতে সকল প্রবাসীদের অনুরোধ জানানো হয়েছে।
সভায় প্রধান অতিথি বলেন, ১৬ই নভেম্বর মাঠে গড়াবে আবুধাবিত টি-টেন ক্রিকেট টুর্ণামেন্ট যা চলবে ২৪শে নভেম্বর পর্যন্ত।
১০ ওভারের ক্রিকেট আসরে এবারে প্রথমবারের মত অংশ নিচ্ছেন বাংলাদেশের মালিকানাধীন বাংলা টাইগার্স দল। প্রবাসীদের জন্য এই সংগঠন নিয়ে এসেছে ফ্র্যাঞ্চাইজি। সমগ্র আমিরাত থেকে প্রায় ৬০টি বাসের ব্যবস্থা করেছেন বাংলা টাইগার্স। আবুধাবির মুসাফাহ এবং সাহামা থেকে ১০টি বাসের ব্যবস্থা থাকবে খেলার মাঠে যাতায়াতের জন্য।
বক্তব্য রাখেন বাংলা টাইগার্সের সহকারী কোচ ইয়াছিন আরাফাত, খেলোয়ার আবুল হাসেম রাজা, বাংলা টাইগার্সের কো-অর্ডিনেটর সোহেল আহমেদ। বক্তারা বলেন, বাংলা টাইগার্সের প্রথম ম্যাচ হবে ১৬ই নভেম্ব বিকেল ৪ টা, ৩০ মিনিটে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। এবং আবুধাবি মুসাফাহা এবং সাহামায় যে সকল বাংলাদেশি প্রবাসী রয়েছে তাদের সবাইকে সবাইকে খেলার মাঠে উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য অনুরোধ জানিয়েছেন বক্তারা।