Print Friendly, PDF & Email

 

সানজিদা ইসলাম দুবাই থেকে: আমিরাতের দুবাইয়ে পুলিশ অফিসার্স ক্লাবে প্রবাসী বাংলাদেশী কমিউিনিটি ব্যক্তিদের সাথে দুবাই পুলিশের এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল জনাব ইকবাল হোসেন খানের নেতৃত্বে কনসুলেটের সকল কর্মকর্তা কর্মচারীসহ বাংলাদেশ কমিউনটির নানা শ্রেণী পেশার প্রবাসি বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।

সভায় দুবাই পুলিশ বাংলাদেশী প্রবাসীদের উদ্দেশ্য বলেন, আগের তুলনায় বাংলাদেশিদের অপরাধ প্রবণতা কমে আসছে। অপরাধ প্রবণতা কমিয়ে জিরো টলারেন্সে আনতে দূতাবাসের পাশাপাশি সকল প্রবাসিকে একসাথে কাজ করতে হবে।

এসময় পুলিশ কর্মকর্তারা প্রযুক্তির মাধ্যমে নির্মিত দুবাই স্মার্ট পুলিশ স্টেশন সম্পর্কে আলোচনা করেন। যে কোন অভিযোগ ওই স্টেশনে গিয়ে অনলাইনের মাধ্যমে ও ভিডিও কনফারেন্সে অভিযোগ দেয়া যাবে।

অনুষ্ঠানে ট্রাফিক আইন, সাইবার ক্রাইমসহ নানা ধরণের অপরাধ প্রবণতা থেকে দূরে থাকতে প্রবাসীদের আহবান জানানো হয়। এ ছাড়া প্রশ্ন উত্তর পর্বে নানা সমস্যার বিষয় জানতে প্রশ্ন করেন প্রবাসিরা এবং দুবাই পুলিশের পক্ষ থেকে তার উওর প্রদান করা হয়।

দুবাই পুলিশের পক্ষ থেকে যে কোন পরিস্থিতিতে কোন প্রকার অপরাধে না জড়ানোর আহ্বান জানানো হয়।

bdnewspaper24