প্রবাস বার্তা , ইউএই: সংযুক্ত আরব আমিরাতের কালচারাল ক্যাপিটাল শারজায় শুরু হয়েছে ৩৮তম আন্তর্জাতিক বই মেলা। বিশ্বের অন্যতম বইমেলার একটি হচ্ছে শারজাহ আন্তর্জাতিক বইমেলা।
বুধবার (৩০ অক্টোবর) সকালে শারজাহ এক্সপো সেন্টারে বই মেলার উদ্বোধন করেন সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রদেশের শাসক, সুপ্রিম কাউন্সিলের সদস্য ও আন্তর্জাতিক পরিমণ্ডলের শিক্ষাবিদ ড. শেখ সুলতান বিন মোহাম্মদ আল-কাসিমি।
৩৮তম শারজাহ আন্তর্জাতিক বইমেলায় বিশ্বের ৮১ টি দেশের ২০০০ প্রকাশনীর স্টল থাকছে। ১৯৮ টি স্টল থাকবে আমিরাতের। এছাড়া ১৮৩ মিসর, ভারত ১০০, লেবানন ৯১ ও সিরিয়ার ৬৪ টি স্টল থাকছে।
১২ দিনব্যাপী বইমেলায় শিশুদের জন্য শিক্ষণীয় নানা অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি তথ্যপ্রযুক্তির নানা আয়োজন রাখা হয়েছে। এসব জ্ঞান-বিজ্ঞানের আয়োজনে অন্তত ৬০ দেশের কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, অভিনেতা-অভিনেত্রী ও দার্শনিক উপস্থিত থাকবেন।
শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা হতে রাত ১০টা পর্যন্ত এবং শুক্রবার বিকাল ৪টা হতে রাত ১১টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। বইমেলা আগামী ১০ নভেম্বর সমাপ্ত হবে।