স্টাফ রিপোর্টার: দেশ এবং যুবসমাজকে ধ্বংস করছে মাদক ও দুর্নীতি সুতরাং যে বা যারা এর সাথে জড়িত পুলিশকে তাদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি।
শনিবার (২৬অক্টোবর) দুপুরে সিলেট জেলা পুলিশ লাইন্সের শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে কমিউনিটি পুলিশিং ডে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, মাদক ও দুর্নীতি সমাজের জন্য বড় ব্যাধি যা সমাজকে ধ্বংস করছে প্রতিনিয়ত।
তিনি বলেন, ‘কিছু কিছু মানুষ বড় বড় দুর্নীতি করছেন সমাজে। রাতারাতি বিত্তশালী হয়ে উঠছেন। অপরদিকে গরিবরা প্রতিনিয়ত অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। সবখানেই তাদেরকে অপদস্ত হতে হচ্ছে। ভিটেমাটি বিক্রি করে বিদেশে পাড়ি জমালেও মিলছেনা আশানুরূপ প্রত্যাশা। কষ্টের টাকায় বিদেশে পাড়ি জমানো সবার ভাগ্যের পরিবর্তন হয় না’।
এসময় বাংলাদেশ থেকে জাপানসহ বিভিন্ন দেশে লোকবল পাঠানোর কথা বলে কেউ টাকা চাইলে তাদের কথা শুনতে নিষেধ করেন প্রবাসী কল্যাণমন্ত্রী। তিনি দালালচক্র সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করতে এবং বিদেশে গমনকারী লোকজনকে সরকারের কোষাগার ছাড়া অন্য কারো কাছে কোন টাকা পয়সা না দিতে আহ্বান জানান সবাইকে আহ্বান জানান।
প্রবাসীকল্যাণ মন্ত্রী আরো বলেন, সমাজে সম্প্রীতি বজায় রাখা পুলিশসহ সবার দায়িত্ব। তবে গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী পুরকায়স্থ’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী এমপি, ডিআইজি কামরুল হাসান বিপিএম, সিলেট জেলা পরিষদ সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম, সিলেট বিভাগীয় অতিরিক্ত কমিশনার তাহমিদুল ইসলাম, সিলেট জেলা কমিউনিটি পুলিশিং এর সমন্বয় কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা এবং ইউপি চেয়ারম্যান, পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা।