প্রবাস বার্তা, ইতালি: ইতালির রাজধানী রোমে বাংলাদেশ দূতাবাসে চেম্বার অব কমার্সের সাথে ইতালিয়ান ব্যবসায়ীদের এক বাণিজ্যিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) ইতালির দ্বিতীয় বৃহত্তম দ্বীপ সার্দিনিয়া প্রদেশের রাজধানী কালিয়ারি শহরে চেম্বার অব কমার্সের সহ-সভাপতিসহ প্রায় ৩০জন ইতালিয়ান ব্যবসায়ীর অংশগ্রহণে এ বাণিজ্যিক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত এই সেমিনারে বাংলাদেশের উন্নয়ন চিত্র, বিদ্যমান বিনিয়োগবান্ধব পরিবেশ, বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্রসমূহ, বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠিত সেমিনারের শুরুতেই বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে উপস্থিত ব্যবসায়ীদের অভিহিত করেন বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার ।
বাণিজ্যিক এই সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার বাংলাদেশের আর্থ-সামাজিক-রাজনৈতিক এবং সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের বিষয়ে আলোকপাত করেন।
এ সময় তিনি বাংলাদেশকে সমৃদ্ধিশালী দেশে রূপান্তরিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ ও ভিশন ২০৪১ সম্পর্কে এবং বিগত ১০ বছরে বাংলাদেশের ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে সেমিনারে বক্তব্য উপস্থাপন করেন।
সেমিনারে রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেম্বার অব কমার্সের সহসভাপতি জনাব এম.মুসকাস। এবং সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন, সার্দিনিয়ার বাংলাদেশ অনারারি কনসাল ডাক্তার সালবাতরে ফ্লোরিজ।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, সার্দিনিয়া অঞ্চলের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন দেশের অনারারি কনসালবৃন্দ।