প্রবাস বার্তা, দক্ষিণ আফ্রিকা: দক্ষিণ আফ্রিকায় ডাকাতের দেয়া আগুনে দগ্ধ হয়ে ইমরান(২৮) নামে এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) স্থানীয় সময় সকালে দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধ ইমরানের মৃত্যু হয়। এর আগে গেল সোমবার রাতে একদল বন্দুকধারী এসে হানা দেয় ইমরানের দোকানে। ডাকাতি শেষে তাকে দোকানে আটকে রেখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ডাকাতরা।
মাদারীপুর জেলার শিবচর উপজেলার দ্বিতীয়াখন্ড ইউনিয়নের মোজাফফরপুর খলিফাকান্দি এলাকার দুদুমিয়ার ছেলে দক্ষিণ আফ্রিকা প্রবাসী ইমরান। জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় গিয়ে ডাকাতের দেয়া আগুনে দগ্ধ হয়ে করুন মৃত্যু হয় এই বাংলাদেশি যুবকের।
ইমরানের খালাতো ভাই আবদুস সালাম জানান, সাউথ আফ্রিকা ওরেঞ্জফার্ম এলাকায় দোকান করত ইমরান। কিন্তু সোমবার রাতে বন্দুকধারী একদল ডাকাত এসে হানা দেওয়ার পর দোকানে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিলে গুরুতরভাবে দগ্ধ হয় ইমরান। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
ইমরানের এই করুণ মৃত্যুর খবর শিবচরে পৌঁছালে স্বজনদের মাঝে শুরু হয় আহাজারি। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।