Print Friendly, PDF & Email

 

আব্দুল হালিম নিহন, সৌদি আরবঃ সৌদি আরবে আফিফ, বাদশাহ আঃ আজিজ রোড সড়ক দুর্ঘটনায় বেলাল হোসেন (৩২) ও আব্দুল কুদ্দুস (৩৫) নামে নোয়াখালীর দুই প্রবাসী নিহত হয়েছেন।

নিহত প্রবাসী বেলাল হোসেন কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাহাদীর গো মসজিদ সংলগ্ন বেচু দরবেশের ছেলে ও আব্দুল কুদ্দুস একই ইউনিয়নের নুরুল হকের ছেলে।

আফিফ থেকে অন্য আরেক প্রবাসী মোহাম্মদ আলি জানান নিহতদের সৌদি সময় বুধবার (১৬ অক্টোবর) সকালে মোটরসাইকেলযোগে কর্মক্ষেত্র যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এদিকে প্রাইবেট কার চালক নিজেই আত্মসমর্পণ করেন বলে জানা গেছে । বর্তমানে তাদের মরদেহ স্থানিয় হাসপাতালের মর্গে রয়েছে

bdnewspaper24