স্টাফ রিপোর্টার: বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে ক্যাম্পাসে আবারো জড়ো হচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টা থেকে ক্যাম্পাসে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের ভেতরে বৈঠক করছেন এবং আজ বিকেল ৫টায় সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি বা অবস্থানের বিষয়ে জানাবেন তারা।
এর আগে গতকাল সোমবার আবরার হত্যাকারীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এদিকে বুয়েটে ভর্তি পরীক্ষার কারণে গত রবিবার ও সোমবার আন্দোলন শিথিল করা হয়। ভর্তি পরীক্ষা শেষ হওয়ায় আজ থেকে আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা।
উল্লেখ্য, আবরার ফাহাদ বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ১৭তম ব্যাচের ছাত্র ছিলেন। তিনি থাকতেন বুয়েটের শেরে বাংলা হলের নিচতলায় ১০১১ নম্বর কক্ষে। গত রবিবার রাত আটটার দিকে তাকে ডেকে নিয়ে যাওয়া হয় একই হলে ২০১১ নম্বর কক্ষে। সেই কক্ষে তাকে নির্যাতন করে বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা। রাত তিনটার দিকে হল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এরপর থেকে শিক্ষার্থীরা আবরার হত্যার ঘটনায় খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।