আহমাদুল কবির, মালয়েশিয়া: সম্প্রতি মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের এক তথ্যে জানা গিয়েছে বর্তমানে মালয়েশিয়ায় ১.৯৯ মিলিয়ন বিদেশী শ্রমিক নিবন্ধিত রয়েছে।
চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত অস্থায়ী ভিজিটিং ওয়ার্ক পারমিট (পাস লাউটান কেরজা সিমেন্টারা) এর আওতায় এসকল শ্রমিক নিবন্ধিত হয়েছেন বলে গত ৭ অক্টোবর সংসদে লিখিত জবাবে মানব সম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের পরিসংখ্যানের ভিত্তিতে, উৎ্পাদন খাতে সর্বাধিক সংখ্যক বিদেশী শ্রমিক নিযুক্ত করেছে, যার সংখ্যা মোট ৭০৬,৫০২ জন। এর পরে রয়েছে নির্মাণ খাত। এ খাতে ৪২৯,৫৫২ জন, বৃক্ষরোপণ খাতে ২৬৮,২০৩ জন, কৃষি খাতে ১৫০,০০৩ জন, এবং গৃহপরিচারিকা খাতে ১৩০,৪৫০ জন।
মালয়েশিয়ায় বিদেশী কর্মীর সর্বশেষ এবং মালয়েশিয়ায় প্রয়োজনীয় বিদেশী কর্মীদের সংখ্যার বিষয়ে লক্ষ্য নির্ধারণের জন্য জহুর প্রদেশের সংসদ সদস্য আকমল নসরুল্লাহ মোহাম্মদ নাসিরের প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রী পার্লামেন্টে এ তথ্য উত্থাপন করেন।
এ দিকে মালয়েশিয়ার একাদশ পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে মন্ত্রণালয় জানিয়েছে, ২০২০ সালের মধ্যে দেশের মোট শ্রমশক্তির ১৫% এর নিচে বিদেশী শ্রমের কর্মসংস্থান হ্রাস করা সরকারের লক্ষ্য, এবং বিদেশী কর্মীদের উপর নির্ভরতা হ্রাস করার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।