প্রবাস বার্তা, কানাডা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচারের দাবীতে মানববন্ধন করেছে কানাডায় বসবাসরত বাংলাদেশী প্রবাসীরা।
কানাডার ক্যালগেরি বাংলাদেশ সেন্টারে ব্যানার-ফেস্টুন নিয়ে অসংখ্য বাংলাদেশি-কানাডিয়ান এই প্রতিবাদী মানববন্ধনে অংশগ্রহণ করেন।
বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব কানাডা ক্যালগরির আহবানে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে কমিউনিটির বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন। এতে বক্তব্য দেন ক্যালগেরি বুয়েট অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি মোস্তাক হোসেন বাবু।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আবরার ফাহাদ হত্যার দ্রুত বিচারসহ দেশের শিক্ষাঙ্গনগুলোতে নির্যাতন মুক্ত পরিবেশ সৃষ্টির আহ্বান জানান।