স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় – বুয়েটে রাজনৈতিক সংগঠনের দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানান তিনি।
বৈঠকের সিন্ধান্ত অনুসারে তিনি জানান, সিসি টিভির ফুটেজ অনুসারে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে আশ্বাস পাওয়া গেছে বলেও জানান ভিসি। এছাড়াও তদন্ত করে ১৯ জনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
মামলা চলাকালিন খরচ ও আবরারের পরিবারের ক্ষতিপূরণ দিবে বুয়েট এবং মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করার জন্য সরকারকে চিঠি দেয়া হবে বলেও জানান অধ্যাপক সাইফুল ইসলাম।
আবাসিক হলে র্যাগিং বন্ধে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। নির্দিষ্ট একটি পেজ বা গোপনভাবে অভিযোগ জানানোর জন্য একটি প্লাটফর্ম তৈরী করা হবে। বুয়েটের যেকোন ঘটনার জন্য একটি কমন প্লাটফর্ম বা পোর্টাল তৈরী করা হবে বলেও জানান ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম।