প্রবাস বার্তা, ব্রুনাই: ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশনের শ্রম উইংয়ে নিযুক্ত অনুবাদক মোঃ আবু নাঈম এর বাসায় হামলা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৩০ সেপ্টেম্বর) আনুমানিক রাত ১০টা ৪৫ মিনিটে কে বা কারা দূতাবাস কর্মকর্তার বাসার জানালা দিয়ে এলোপাতাড়ি পাথর ছুড়ে মারেন।
হামলায় ছোড়া এলোপাতাড়ি ইট ও পাথরের আঘাতে আহত হয়েছেন ওই কর্মকর্তার স্ত্রী। ইটের আঘাতে ভেঙ্গে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিসভার কয়েকজন সদস্যের গ্রুপ ছবির বাঁধাই করা ফটোও।
এব্যাপারে আবু নাঈম মঙ্গলবার (১ অক্টোবর) ব্রুনাই দারুসসালামের বন্দর থানায় একটি মামলা করেছেন। অন্যদিকে নিজে ও তার পরিবারের নিরাপত্তা চেয়ে বুধবার (২ অক্টোবর) ব্রুনাই দারুসসালাম বাংলাদেশের হাইকমিশনার এয়ার ভাইস মার্শাল (অব:) মাহমুদ হোসেন এর কাছে লিখিত আবেদন করেছেন।
সম্প্রতি দালাল চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে ব্রুনাইয়ের বাংলাদেশ হাই কমিশন। গত সোমবার বাংলাদেশ হাইকমিশনের শ্রমিক নিযুক্ত অনুবাদক মোঃ আবু নাঈম এর বাসায় হামলা করেছে দুর্বৃত্তরা ওই সময় এলোপাতাড়ি ইট ও পাথরের হামলায় কর্মকর্তার স্ত্রী আহত হয়েছেন ইটের আঘাতে ভেঙ্গে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিসভার কয়েকজন সদস্যের বাঁধাই করা গ্লাসও।
হামলার বিষয়ে কথা বলতে বাংলাদেশের হাইকমিশনার এয়ার ভাইস মার্শাল (অব:) মাহমুদ হোসেনকে ফোন করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। তবে ব্রুনাই বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত প্রথম সচিব (শ্রম) জিলাল হোসেন জানান, হাইকমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে কিছু দালাল বা দুর্বৃত্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তারা দূতাবাস কর্মকর্তা আবু নাঈম এর বাসায় হামলা করতে পারে।
বাংলাদেশ হাইকমিশনসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, বিশ্বের অন্যতম ধনী দেশ ব্রুনাই দারুসসালাম বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় শ্রমবাজার। বাংলাদেশ দূতাবাস বলছে দেশটিতে প্রায় ৩০ হাজার বাংলাদেশি কর্মরত রয়েছেন। তবে এ সংখ্যা আরো বেশি বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
দালালচক্রের থাবায় হুমকির মুখে ব্রুনাই দারুসসালামে বাংলাদেশের শ্রমবাজার। সংসারে সুখ আনতে যাওয়া বাংলাদেশিরা চক্রের খপ্পরে পড়ে দুর্বিসহ জীবন কাটাচ্ছেন সেখানে স্থানীয় কিছু প্রতারক চক্রের সহযোগিতায় এরা এতটাই শক্তিশালী যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যথারীতি হিমশিম খেতে হয় দূতাবাসের কর্মকর্তাদের।