প্রবাস বার্তা, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ জনকে ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে এক ব্যক্তি।
মঙ্গলবার (১ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানায় মহেশপুর গ্রামের হোসেন আলীর পুত্র রফিকুল ইসলাম(২০) দা দিয়ে কুপিয়ে শহিদুল ইসলাম, মহেন্দ্রচন্দ্র দাস, সুজন মিয়া, নরেশ ও পাভেলকে কুপিয়ে গুরুতর আহত করে। ঘটনার খবর পেয়ে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় আক্রমণকারী রফিকুল ইসলামকে আটক করেছেন।
আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ঈশ্বরগঞ্জ হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার আহত শহিদুল ইসলাম ও মহেন্দ্রচন্দ্র দাসকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন।
এই ঘটনার সত্যতা স্বীকার করে ঈশ্বরগঞ্জের আঠারবাড়ীর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল মোতালেব ভূঁইয়া বলেন, এলাকাবাসী জানিয়েছে আটক রফিকুল ইসলাম একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি।
ইনচার্জ আব্দুল মোতালেব ভূঁইয়া আরো বলেন ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে। রফিকুলের হামলায় আহত পাঁচ জনের মধ্যে শহিদুল ও মহেন্দ্র নামের দুজনের জখম মারাত্মক বলে জানান তিনি।