Print Friendly, PDF & Email

 

প্রবাস বার্তা, আরব-আমিরাত: আমিরাতে বাংলাদেশী বিভিন্ন প্রিন্ট এন্ড ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র এক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তারা বলেন, সরকারের নেয়া প্রবাসীদের নানা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রবাসীদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী সাংবাদিকরা।

গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ হুদাইবিয়া রেষ্টুরেন্টের হল রুমে সংগঠনের সভাপতি সিবলী আল সাদেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুরশেদ আলমের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা আরো বলেন, চলতি বছরের জুলাই থেকে বৈধ পথে রেমিটেন্স প্রেরণকারীদের শতকরা ২ শতাংশ করে প্রণোদনা দেয়ার ঘোষণা দ্রুত বাস্তবায়ন, বিমান বন্দরে হয়রানি, প্রবাসী কল্যাণ ব্যাংকের সুবিধাসহ সরকারের নেয়া নানা উন্নয়নমূলক কর্মকান্ডের সুফল প্রবাসীদের দোর গোড়ায় পৌঁছে দিতে হবে।

শেষে বক্তারা বলেন, আগামী নভেম্বরে বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় ৪ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করে যথা সময়ের মধ্যে নির্বাচন করার উপর সিদ্ধান্ত নেয়া হয় সভায়।

bdnewspaper24