প্রবাস বার্তা : ব্রুনাইয়ে বাংলাদেশ হাই কমিশনের বিরুদ্ধে এবার ভিসার জন্য ঘুষ দাবির অভিযোগ উঠেছে।
সম্প্রতি বাংলাদেশ ভ্রমণের জন্য মালয়েশিয়ান এক নাগরিক বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট জমা দেন।মালয়েশিয়ান পাসপোর্ট নিয়ে বাংলাদেশের ভিসার জন্য আবেদন করেছিলেন তিনি। পরে ভিসার জন্য বাংলাদেশ হাইকমিশনে ঘুষ দাবি করা হলে ঘুষের টাকা দিতে অস্বীকৃতি জানায় মালয়েশিয়ান ওই নাগরিক। এর ফলে ভিসা পেলেও ঘুষ দিতে অস্বীকৃতি জানানোয় পরে তা কেটে দেওয়া হয়।
ব্রুনাই প্রবাসী মালেশিয়ান নাগরিক ‘সারাহ বিনতে আকিল’ ব্যবসা করেন সেখানে। বাংলাদেশে ভ্রমণের জন্য হাইকমিশনে ভিসার জন্য পাসপোর্ট জমা দিলে এমন ঘটনার শিকার হন তিনি। তিনি বলেন, ‘আমি ভিসা পাই বা না পাই জানিনা কেন তারা আমার কাছে টাকা চেয়েছে? সত্যি এটা দুঃখজনক’।
তিনি আরো বলেন, ‘এ ঘটনার পর আমি চায়নার ভিসার জন্য আবেদন করেছিলাম কিন্তু চায়না এম্বাসি এত কাটাকাটির জন্য আমার ভিসার আবেদন বাতিল করে দিয়েছে। আমি এ বিষয়ে বাংলাদেশের ভূমিকা জানতে চাই’।
এদিকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রৌনক জাহানের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলছেন, এ ধরনের ঘটনা লজ্জাজনক এবং এ ধরণের কর্মকান্ডে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তাই জড়িতদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়ারও তাগিদ দেন তিনি যাতে ভবিষ্যতে এমন কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না ঘটে।
এর আগেও ব্রুনাই বাংলাদেশ হাইকমিশনের বিরুদ্ধে ডেকে নিয়ে চাঁদার দাবিতে নির্যাতনের অভিযোগ করেছিলেন সাইফুল ইসলাম নামে এক প্রবাসী। নির্যাতনের শিকার হয়েছিলেন কামরুল নামে আরো একজন।
আর এভাবে চলতে থাকলে বৈদেশিক আয় কমার পাশাপাশি বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি হুমকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। (সূত্রঃ চ্যানেল২৪ ও মন্ত্রণালয়)