মহিউল করিম আশিক, দুবাই থেকে: আমিরাতের জাতীয় ক্রিকেট টিম অনুর্ধ্ব ১৯ -এ বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন রহমান নির্বাচিত হয়েছেন।
আগামি ২৯শে আগষ্ট শ্রিলংকায় অনুষ্ঠিতব্য এশিয়া কাপ ক্রিকেট খেলতে আজ ২৮ শে আগষ্ট আবুধাবি থেকে যাত্রা করবেন।
দুবাইতে বসবাসরত ১৭ বছরের এই অলরাউন্ডার ক্রিকেট প্লেয়ার আগামী জানুয়ারী ও ফেব্রুয়ারী’তে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে অংশ গ্রহনের কথা রয়েছে।
এই ব্যাপারে তাসিন জানান, সখের বসে ক্রিকেট তার জীবনে আসলেও এখন তা পেশায় পরিনত হয়েছে এবং এই ক্রিকেট নিয়ে ভবিষতে বহুদূর যাওয়ার ইচ্ছা তার। তিনি আরও বলেন, অনুর্ধ্ব বিশ্বকাপ, টেষ্টসহ সব বিভাগের খেলতে চান।
অন্যদিকে তাসিনের মা সোনিয়া নাসরিন পারভীন সন্তানের এই সফলতা দেখে খুবই গর্বিত। তিনি জানান, “তাসিন একমাত্র বাংলাদেশেী বংশোদ্ভূত যে, আমিরাতে এই প্রথম অনুর্ধ ১৯ জাতীয় টিমে অংশ গ্রহণ করার সুযোগ পেয়েছে। এই পর্য়ন্ত আসতে গিয়ে তাসিনকে ঘরোয়া খেলাগুলোতে অসাধারণ পারফরমেন্স দেখাতে হয়েছে । আমার এখন একটাই ইচ্ছে, তার প্রতিভার যেন যথাযথ মূল্যায়ন হয়। সে যেন তার ক্যারিয়ার নিয়ে বহুদূর এগিয়ে যেতে পারে, তাই দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।”