সঞ্জিত কুমার শীল, আল আইন, আরব আমিরাতঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে আওয়ামী যুবলীগ ইউ এ ই আল আইন কেন্দ্রীয় কমিটি।
মোহাম্মদ ইকবাল কবীর চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহেদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইউ এ ই কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ তাজউদ্দিন । আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সুবোধ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর, বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি আলতাব হোসেন, সহ-সভাপতি আকতার হোসেন বাদল, সাবেক সাধারণ সম্পাদক এম এ হান্নান হিরো। এতে আরো বক্তব্য রাখেন আল আইন আওয়ামী যুবলীগের পৃষ্ঠপোষক দিদারুল আলম দিদার, আবুল কাশেম ইসমাইল, সোলেমান, বাহার, গোলাফ, আলম, সেলিম,গোরান সহ আরো অনেকেই।
কোরআন তেলাওয়াত ও মাহফিল পরিচালনা করেন শফিকুল ইসলাম। বঙ্গবন্ধুসহ শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।