মহিউল করিম আশিক, দুবাই থেকে : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯ তম জন্মদিন উদযাপন করেছে সংযুক্ত আরব আমিরাত বঙ্গমাতা পরিষদ।
বৃহস্পতিবার ( ৮ আগস্ট) রাতে দুবাইয়ের একটি হোটেলে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব ( পাসপোর্ট ও ভিসা) নূর-ই-মাহবুবা জয়া।
সংগঠনের সভাপতি জনাব ইকবাল বকুলের সভাপতিত্বে এস এম সোহরাব উদ্দিন টুটুল ও শামসুন্নাহার নুপুরের যৌথ সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) ফকির মুহাম্মদ মনোয়ার হোসেন।
সভায় বক্তারা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের স্মৃতি চিহ্ন স্বরূপ আমিরাতে একটি অডিটোরিয়াম হল নির্মাণের দাবি তুলেন। তারা বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় যেহেতু জাতির জনক শেখ মুজিবুর রহমানের নামে প্রস্তাবিত সেন্টেনিয়াল স্কুল অ্যান্ড কলেজে হচ্ছে সেখানে বঙ্গমাতা শহিদ শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে একটি অডিটোরিয়াম হল নির্মাণ করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণসহ জোর দাবি জানাচ্ছি।’
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি সংযুক্ত আরব আমিরাতের সম্মানিত সভাপতি জনাব আইয়ুব আলী বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জনাব মোহাম্মদ আলী, বঙ্গবন্ধু পরিষদ দুবাই সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন, বঙ্গবন্ধু মহিলা পরিষদ নেতৃ মিসেস কাউসার নাজ, বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব মীর আহমদ, বঙ্গবন্ধু পরিষদ দুবাই এর সহ সভাপতি জনাব ইয়াসিন তালুকদার, বঙ্গমাতা পরিষদের উপদেষ্টা জনাব সাইফুদ্দিন আহমেদ এবং জনাব সৈয়দ শাহাবুদ্দিন, বিশিষ্ট কমিউনিটি নেতা জনাব ইন্জিনিয়ার আবু নাসের, বিশিষ্ট কমিউনিটি নেতা জনাব তবারক হোসেন লাবু, বিশিষ্ট কমিউনিটি নেতা জনাব আব্দুল হাই, যুবলীগ নেতা জনাব মিজানুর রহমান, বঙ্গবন্ধু পরিষদ দুবাই এর সাংগঠনিক সম্পাদক জনাব মোক্তার হোসেন।
এসময় বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু মহিলা পরিষদ ও বঙ্গমাতা পরিষদের নেতাকর্মীরাসহ বিভিন্ন পর্যায়ের কমিউনিটির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।