স্টাফ রিপোটার: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে তৃতীয় ড্রীমলাইনার। গাঙচিল নামের এই উড়োজাহাজটি বৃহস্পতিবার ২৫ জুলাই বিকালে ঢাকায় হযরত শাহজালাল আন্তজাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। সর্বাধুনিক প্রযুক্তির তৃতীয় প্রজন্মের বোয়িং ৭৮৭-৮ মডেলের এই ড্রীমলাইনারসহ বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা মোট ১৫টি।
উড়োজাহাজটি দেশে আনতে বিমানের একটি প্রতিনিধি দল সিয়াটলে বোয়িং কোম্পানির এভারেট ডেলিভারি অ্যান্ড অপারেশনস সেন্টারে আগেই পৌঁছেছে। আগামী ৭ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাঙচিলের উদ্বোধন করতে পারেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এর আগে দুটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান বহরে যুক্ত হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে দেশে আসতে পারে সর্বশেষ ড্রিমলাইনারটি। যেটির নাম রাজহংস। আর আগে ২০১৮ সালে আকাশবীণা, হংসবলাকা নামে দুটি ড্রীমলাইনার বিমান বহরে যুক্ত হয়। এই চার উড়োজাহাজের নাম ঠিক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগের দুটির মতোই এই ড্রীমলাইনারে আসনে ২৭১টি। ২৪টি বিজনেস ক্লাস এবং ২৪৭ টি ইকোনমি ক্লাস। আরামদায়ক আসন ছাড়াও বিমানটিতে যাত্রীরা ইন্টারনেট ব্যবহার ও ফোন কল করার সুবিধা পাবেন ।