আবুধাবি প্রতিনিধি: পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩১-তম অাবির্ভাব-বর্ষ-স্বরণ মহোৎসব অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতে ।
অনুষ্ঠানে সকাল ৫.৪৪ মিনিটে প্রাতঃকালিন বিনতি প্রার্থণা, সৎগ্রন্থাদি পাঠ, সকাল ৭.২৮ মিনিটে শ্রীশ্রী ঠাকুরের ১৩১-তম জন্মলগ্ন ঘোষনা, মঙ্গল প্রদীপ প্রোজ্জলন, সৎগ্রন্থ পাঠ, মাতৃবন্দনা এবং সর্বশেষে “জয় রাধে রাধে”- দিয়ে অনুষ্ঠানের এ পর্ব সমাপন করা হয়। দুপুর ১২.১ মিনিটে বিশ্ব কল্যানে সমবেত বিনতি প্রার্থণা,সৎগ্রন্থাদি পাঠ, শ্রীশ্রীঠাকুরের দিব্য জীবনী অালোচনা ও ভক্তিগীতি পরিবেশিত হয়।
শ্রীমদ্ভগবদ গীতা থেকে পাঠ করেন – শ্রী শুরেষ দেবনাথ।ভক্তিগীতি পরিবেশন করেন অারব- অামিরাতের বিভিন্ন শিল্পীবৃন্দ। শ্রীশ্রীঠাকুরের “দিব্য জীবন ও বানী” – নিয়ে অালোচনা করেন– দুবাই থেকে অাগত জয় দেবনাথ, মরুতীর্থের প্রধান শ্রী যুক্ত বাবু জগদীশ্বরানন্দ পুরী ( ঋষী বাবু) , লোকনাথ সেবা অাশ্রম থেকে কিশোর চক্রবর্তী এবং প্রবাসী শ্রীশ্রী দূর্গা পূজা থেকে অাগত পঙ্কজ ঘোষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শিবু দত্ত এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- শ্রী সুজন দত্ত ও শুভাশিস দত্ত। অনুষ্ঠানে সার্বীক সহযোগীতায় ছিলেন— শ্রী তপন শর্মা, শ্রী শংকর সেন, তাপস ঘোষ, লিটন শিল্, বিধান দেব, বিকু রায়, সুজন শর্মা, বিষ্ণু শিল, শংকর নাথ, চন্দন দেবনাথ, সন্জিত শীল, বিকাশ বড়ুয়া,রাজন দেব, প্রসেনজিৎ অাচার্য, শিমুল বিশ্বাস, দীপ্ত দেবনাথ ও সুমন সরকার। অানন্দ বাজারে প্রসাদ বিতরনে ছিলেন- সবুজ চৌধুরী, কালু দত্ত, রানা চৌধুরী,জনি দে, সুমন চৌধুরী, দিলীপ শীল, পলাস দাশ ও অারো অনেক ভক্তবৃন্দ।