Print Friendly, PDF & Email

 

স্টাফ রিপোর্টার : বন্ধ থাকা মালয়েশিয়া শ্রমবাজার আগষ্টে খুলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুউদ্দিন বিন আব্দুল্লাহর সাথে বৈঠক শেষে এ কথা জানান ড. মোমেন।

দুই দিনের সফরে আসা মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে সন্ধ্যায় বৈঠক করেন ড. আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে কর্মী নেবে মালয়েশিয়া। তবে পদ্ধতি কী হবে সে বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী ড. মাহথির নিজেই কাজ করছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডিসেম্বরের পর থেকে মালয়েশিয়ায় কর্মী যাওয়া বন্ধ রয়েছে। মালয়েশিয়া এখন সমন্বিত পদ্ধতি চালুর বিষয়ে কাজ করছে। তারা আশা করছে আগস্টে শ্রমবাজার খুলে যাবে।

মলয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বিন আব্দুল্লাহ বলেন, মালয়েশিয়ায় বেশ কয়েকটি খাতে বাংলাদেশি কর্মীরা সুনামের সাথে কাজ করছে। তিনি বলেন, বাংলাদেশ থেকে আরে কর্মী নিতে চায় মালয়েশিংয়া।

তবে অবৈধ কর্মীদের বিষয়ে কোন কথা বলেননি তিনি।

ড. এ কে আব্দুল মোমেন জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে বাংলাদেশে আসবেন।

বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্হান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ, মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

bdnewspaper24